স্টাফ রিপোর্টার :
আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) স্মৃতি বিজড়িত এই মহানগরী হাজারো সমস্যার মধ্যে মশার উপদ্রব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ মশা নিধনে সিটি কপোরেশনের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। ফলে নগরবাসীর জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মশা নিধনে প্রতিবছর সিলেট সিটি কপোরেশন উদ্যোগ নিলেও এবার কোন উদ্যোগ গ্রহণ করেনি তারা। তাই নগরীর ২৭টি ওয়ার্ডের জন সাধারণের দুর্ভোগের শেষ নেই। মশার উপদ্রবের শিকার নগরবাসী মশার এ অনাকাংখিত দুর্ভোগ থেকে মুক্তি চায়। মাত্রাতিরিক্ত মশার কারনে নগরীতে বসাবাসরত জন সাধারনের মধ্যে শিশুসহ স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীদের লেখা-পড়ার মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। মশার উপদ্রব থেকে রক্ষার জন্য নামে বেনামে বিভিন্ন ¯েপ্র ব্যবহৃত পণ্যগুলো স্বাস্থ্য সম্মত নয়। এসব ¯েপ্র ও কয়েল ব্যবহারের কারনে নগরবাসী নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। এসব মশার উপদ্রব বৃদ্ধিতে নগরবাসীর পাশাপাশি বস্তিবাসী লোকজন স্বাস্থ্য ঝুঁকিতে ভোগছেন। তাই নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষায় যাবতীয় ব্যবস্থা কল্পে জরুরী ভিত্তিতে সিলেট সিটি কপোরেশন এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন নগরবাসী।