জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গঠন করতে হবে —————– মোকাব্বির খান এমপি

7

জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বৃহত্তরও ঐক্য গঠন করতে হবে। এই জন্য যুব-গণফোরামকে প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়ন ও ওয়ার্ডে যুব-গণফোরামের কমিটি গঠন করে ত্রিশ লক্ষ শহীদের কাঙ্খিত বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখতে হবে। গত রবিবার রাত ৮টার দিকে নগরীর নবাব রোডস্থ গণফোরামের অস্থায়ী কার্যালয়ে সিলেট মহানগর ও সিলেট জেলা যুব গণফোরাম কমিটি গঠনের লক্ষ্যে উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনসার খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেদোয়ান রশিদ চৌধুরী সৌরভ, আহসান শরীফ, রাজু আহমদ, আসলাম ইসলাম, তাজুল ইসলাম, আব্দুল সামাদ, হারুনুল ইসলাম, আব্দুল্লাহ ইব্রাহিম রাজু, মিসফা উদ্দিন, ইমন, সানেওয়ার, শরীফ, তানভীর, মনির, রিয়াদ, রিফাত, হৃদয়, নয়ন, পিয়াল, সাব্বির, লিমন,শাহারিয়ার, জুবেল,লাহেক, অৃনপন, আরীআন, আল-আমিন, সোহেল, তারেক, লায়েক, সাব্বির, সোহাগ, আসিক, অবির, মো. ইব্রাহিম, আশরাফুল, রাজন, ইমন, আজগর আলী, শরীফ আহমদ, রহুল আমীন, মোস্তাকিম, হাবিব, জাকির, রনি, রাকিব প্রমুখ। বিজ্ঞপ্তি