করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পী-কলাকুশলীদের নগদ সহায়তা দিয়েছে সিসিক

9
সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পী-কলাকুশলীদের নগদ অর্থ সহায়তা দিচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পী-কলাকুশলীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে সিলেট সিটি করপোরেশন।
বুধবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাধারণ রিলিফ (জিআর-নগদ)-এর আওতায় আর্থিক সহায়তা সুবিধাভোগিদের হাতে নগদ অর্থ তুলে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
কারোনাকালিন সময়ে সাংস্কৃতিক কোন অনুষ্ঠানাধি না থাকায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিল্পী-কলাকুশলীরা। এ অবস্থায় সিলেটের ১০০ জন শিল্পি-কলাকুশলীরাদের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা দেয়া হয়।
নগরভবনে এ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। বিজ্ঞপ্তি