বালাগঞ্জে কনু মিয়া হত্যা মামলার আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন

4

বালাগঞ্জ থেকে সংবাদদাতা :
বালাগঞ্জে কনু মিয়া হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নশিওরপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় নশিওরপুর বাজারে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা কনু মিয়া হত্যা মামলার প্রধান আসামী আব্দুল ওয়াহিদকে গ্রেফতারের জন্য বালাগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে মামলার সকল আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
নশিওরপুর জাগরণী যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম এবং এমদাদুর রহমান জাকিরের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সোলাইমান হোসাইন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মো. আহমদ আলী, নশিওরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল জলিল, হাজী সাইস্তা মিয়া, বাবরু মিয়া, তখলিসুর রহমান, ডা. আব্দুর রহমান, আব্দুল মানিক, চেরাগ আলী, আব্দুল শাহাদাত রুকন, আনহার আলী, টুনু মিয়া, হারুন রশিদ, সফিক মিয়া, ইসলাম উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক কামরান হোসেন দারা, সাংগঠনিক সম্পাদক শাহ জাহান শামীম, নশিওরপুর জাগরণী যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির লায়েক, যুব সমাজের সদস্য মুহিবুর রহমান, মামুনুর রশিদ, লাকি আহমদ, জাকির হোসেন টিটু, মহিউদ্দিন মিলন, সুজেল আহমদ, ইমন আহমদ, সায়েম আহমদ, মাসুম আহমদ প্রমুখ।
মানববন্ধনে গহরপুরের সচেতন নাগরিক সমাজ, মোহাম্মদপুর উন্নয়ন সংস্থা, মাদরাসাবাজার যুব সমাজ, গহরপুর ব্লাড ফাইটার্স, জাগরণী যুব সংঘ নশিওরপুর (রেজি নং ৫০৩/৯৭), আল ইহসান যুব সংস্থা নশিওরপুর প্রভৃতি সামাজিক সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা, কনু মিয়া হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। মানববন্ধনে প্লেকার্ডসহ উপস্থিত কনু মিয়ার দুই ছেলেমেয়ে তাদের বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর দৃষ্টি কামনা করেছে।