সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, সমাজকে এগিয়ে নিতে মানবিক দায়িত্ববোধসম্পন্ন সমাজ সচেতন মানুষের প্রয়োজন। তাই আত্মমর্যাদাবোধে উদ্বুদ্ধ ও নৈতিক গুণাবলীসম্পন্ন মানুষ তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে নৈতিক সভ্যতার সূতিকাগার। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও যুগোপযোগী শিক্ষার সাথে সংগতি রেখে অর্থবহ সমাজ গঠনে অভিভাবকদেরও সহযোগী হওয়ার আহবান।
তিনি বুধবার সকালে গোলাপগঞ্জ উপজেলায় প্রথম জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন শেষে শিক্ষক-অভিভাবকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
স্থানীয় নুরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, শিক্ষানুরাগী আরিফ আহমদ মজনু, জিয়াউল ইসলাম জিতু, ইছমাইল আলী, জিয়াউর রহমান, শিক্ষক আব্দুল মুকিত, মকসুদুল করিম, রিবলু মিয়া, মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, বেলাল আহমদ, মো. ইশা, কলিম উদ্দিন, সাঈদুজ্জামান, আব্দুস সোবহান, নাহিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি