নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনাকালীন সময়ে বাজার তদারকিতে গুরুত্ব দিয়েছেন হবিগঞ্জ জেলা প্রশাসন। সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয় হতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ পণ্য বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন না করায় ও পণ্যের গায়ে মেয়াদ মূল্য না থাকা ও বাসি খাবার সংরক্ষণ করার দায়ে স্বাদ বেঙ্গল ফুডস ও দুটি ফার্মেসী সহ মোট চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর হবিগঞ্জ।
এ সময় বলা হয় জনস্বার্থে এ অভিযান চলবে।