বাদলা মেঘের ঢলে

7

আনোয়ার আল ফারুক

বৃষ্টি ঝরে সকাল দুপুর
রাত গহীন আর দিনে,
বৃষ্টি ফোঁটা ঝর ঝরিয়ে
ঝরছে চালের টিনে।

বৃষ্টি ঝরে পদ্মপাতায়
কদম-কেয়া বনে,
বৃষ্টি ঝরে ছন্দ তালে
ভাবুক কাব্য মনে।

বৃষ্টি ঝরে দিবানিশি
টপটপা টপ সুরে,
বৃষ্টি ঝরে ঝপঝপা ঝপ
আষাঢ় শ্রাবণ জুড়ে।

বৃষ্টি ঝরে সুর মোহনায়
দীঘল মাঠের জলে,
অবশেষে দেশটা ভাসে
বাদলা মেঘের ঢলে।