স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার জালালপুরের রায়খাইল গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল মুহিত খসরুর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ৭ থেকে ৮ জন ডাকাত ঘরের দরজা ভেঙ্গে সবাইকে অস্ত্ররের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্নলংকার ও মোবাইলসেটসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে এ ডাকাতীর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা লুন্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে গ্রামবাসীরা আটক করতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা-পিপিএম ও মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটককৃত ডাকাতকে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়। আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শুকুর আলী (৪০) ওসমানীনগরের গলমুকাপন গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র। তার বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ, মোগলাবাজার, শাহপরান, বড়লেখা, এয়ারপোর্ট থানায় ৬টি মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় মোঃ এসাম রাহাত বাদী হয়ে শুকুর আলীসহ অন্যান্যদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় ডাকাতী মামলা দায়ের করেন । মামলা নং-১৩।
ওসি আক্তার হোসেন ঘটনার সততা স্বীকার করে বলেন ,আটককৃত ডাকাতের অবস্থা আশাংকাজনক হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মুহিত খসরুর পুত্র এনাম রাহাত বাদি হয়ে ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।