কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত ও সেকেন্ড অফিসার ক্লোজড

11

স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাদের দু’জনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশারকে ক্লোজড করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন তারা।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, গরু চোরাচালান এবং পাথর কোয়ারী থেকে চাঁদা আদায়ের অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় সংবাদ প্রকাশের পর তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এ ব্যাপারে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার ওসি তদন্ত রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশারকে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে। গরু চোরাচালান ও পাথর কোয়ারী থেকে চাঁদা আদায়ের কারণে তাদেরকে প্রত্যাহার করে নেয়া হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।