খান বাহাদুর কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলায় মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ

20
সিলেট সদর উপজেলার শাহপরান ইসলামাবাদ খান বাহাদুর কল্যাণ ট্রাষ্ট এর উদ্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করছেন সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসর আহমদ।

সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ বলেছেন, কোভিড-১৯ করোনা ভাইরাস নির্মূলে এখন পর্যন্ত কোন সঠিক ঔষধ ও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। প্রতিরোধমূলক ব্যবস্থা ও আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ মতে চিকিৎসা গ্রহণ করা একমাত্র উপায়। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। বাহিরে গেলে একজন থেকে অন্যজনের নিরাপদ দূরত্ব বজায় রেখে সব কাজকর্ম করতে হবে। রোগমুক্ত থাকতে হলে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
৬ জুলাই সোমবার সকাল ১১টায় সিলেট সদর উপজেলার শাহপরান ইসলামাবাদ খান বাহাদুর কল্যাণ ট্রাস্ট (বিকে-আইভি ৪১/৯৮) এর উদ্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ ও জনসচেনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহপরানস্থ খান মার্কেটের সামনে আয়োজিত অনুষ্ঠানে খান বাহাদুর কল্যাণ ট্রাস্টে পরিচালক মো. কমর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নুর আনসারী, নজরুল ইসরাম, সাইফুল হক, মামুন খান প্রমুখ। বিজ্ঞপ্তি