বালাগঞ্জে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি’র বর্ষীয়ান রাজনীতিবিদ এমএ হক

39

স্টাফ রিপোর্টার :
শরীরে নিউমোনিয়া ও করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সিলেট বিএনপি’র অভিভাবক এম এ হক (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ১০ টায় ২০ মিনিটে দক্ষিণ সুরমা নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর হযরত মানিকপীর (র.) মাজার সংলগ্ন এলাকায় তার প্রথম জানাযা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় এম এ হকের দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি বালাগঞ্জের দেওয়ানাবাজার ইউনিয়নের কলুমা গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে রাত পৌনে ৮ টার দিকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে মুহাম্মদ আব্দুল হককে (এমএ হক) দাফন করা হয়। এসময় আত্মীয়-স্বজন, সহকর্মী ও সতীর্থদের অশ্র“সিক্ত নয়নে দেখা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিএনপি’র এম এ হককে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। করোনার শনাক্তকরণ পরীক্ষার জন্য এর পরদিন বৃহস্পতিবার তার শরীরের নমুনা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা-মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হপকা তার প্রথম জানাযার নামাজ মানিক পীর (র.) টিলায় অনুষ্ঠিত হয়। ছবি- মামুন হোসেন

সংগ্রহ করা হয়। এখনও নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি। গতকাল শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এম এ হক এর পুরো নাম মুহাম্মদ আব্দুল হক। তিনি ১৯৫৪ সালের ১ জুলাই সিলেটে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওনাবাজার ইউনিয়নের কলুমা গ্রামে। এম এ হক বিভিন্ন সময় সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সর্বশেষ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পান তিনি।
এদিকে, মরহুম এমএ হকের প্রথম নামাজের জানাযায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন। তার দ্বিতীয় নামাজের জানাযায় গ্রামের বাড়ি বালাগঞ্জের দেওয়ানাবাজার ইউনিয়নের কলুমা গ্রামে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও দেওয়ানবাজা ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল আলমসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ তার জানাযায় শরীক হন। এছাড়া মরহুম এমএ হকের পৃথক জানাযায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, এম এ হকের মৃত্যুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন।
সিলেট জামায়াত : সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগ, সিলেট জেলা উত্তর, জেলা দক্ষিণ ও সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় শোক প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন ও জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- প্রবীণ বিএনপি নেতা এম এ হক আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন। সিলেটের সহনশীল রাজনীতি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সিলেটে বিগত সময়ে ৪ দলীয় জোট ও পরবর্তীতে ১৮ দলীয় জোটের সকল আন্দোলনে তিনি অসামান্য অবদান রেখেছেন। দেশের এই রাজনৈতিক সংকটমুহূর্তে এম এ হকের বিদায়ে সিলেট তথা জাতীয় রাজনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে। যা সহজে পূরণ হবার নয়। সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি দল মত নির্বিশেষে সকল মতের মানুষের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। তিনি আমৃত্যু দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ মরহুম এম. এ হককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেট প্রেসক্লাব : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোক বার্তায় বলেন, সিলেটের রাজনীতিতে একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন এম এ হক। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে হারাল। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মিলাদ গাজী এমপি : সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি।
৩ জুলাই শুক্রবার এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক বার্তায় তিনি বলেন, ‘সিলেট বিভাগের রাজনৈতিক, সামাজিক অঙ্গণে এম এ হক ছিলেন সকলের পরম প্রিয় একজন শ্রদ্ধেয় আলোকিত মানুষ। নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী সমাজ সেবক ছিলেন। তিনি ছিলেন সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক।
্সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজী সাহেবের লামাবাজারস্থ বাসার পিছনে এম এ হক’র বাসা ছিল পারিবারিকভাবে তাদের সু সম্পর্ক ছিল। এছাড়া তাদের পরিবারের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়। মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেন তিনিকে জান্নাতবাসী করেন-আমীন। বিজ্ঞপ্তি
সিলেট চেম্বার : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, সিলেট চেম্বারের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এম. এ. হকের মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, এম. এ. হক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সজ্জন ব্যক্তি হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। সিলেটের বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ডে তার যথেষ্ট অবদান রয়েছে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩ জুলাই) এক শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এম. এ. হক সিলেট বিভাগে বিএনপির কার্যক্রম সুসংহত করতে কঠোর পরিশ্রম করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী ও সমাজ সেবক। নেতৃবৃন্দরা বলেন, এম এ হক এর মৃত্যুতে যে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। মহান রাব্বুল আল আমিন যেন তাকে জান্নাতবাসী করেন।
ব্যারিস্টার এম.এ সালাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম।
শোকবার্তায় ব্যারিষ্টার এম এ সালাম বলেন, সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এম এ হক ছিলেন সকলের পরম প্রিয় একজন শ্রদ্ধেয় আলোকিত মানুষ। সিলেটে বিএনপিকে শক্তিশালী করতে তাঁর অবদান অপরিসীম। তিনি বিএনপির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী সমাজ সেবক। যে কোন সমস্যা সমাধানে তিনি সিলেটবাসীর অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়ে সিলেটবাসী যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।
এম.এ সালাম শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এমদাদ চৌধুরী : সিলেট বিভাগ বিএনপির অভিভাবক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ¦ এম. এ হকের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় এমদাদ হোসেন চৌধুরী বলেন, আলহাজ¦ এম এ হক ছিলেন আপাদমস্তক জাতীয়তাবাদী আদর্শের একজন সজ্জন রাজনীতিবিদ। সৎ, নীতিবান ও অমায়িক ব্যবহারের মাধ্যমে তিনি দল মত নির্বিশেষে সিলেটের সর্বস্তরের জনতার প্রিয়জনে পরিণত হয়েছিলেন। তার রাজনীতির মূল লক্ষ্য ছিলো মানুষের কল্যান। তিনি আজীবন শুধু দলীয় নেতাকর্মীই নয়, অসহায় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিএনপির মতো একটি বড় দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও সিলেটবাসীর কাছে তিনি ছিলেন জনতার হক সাহেব। তিনি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ ছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে গেছেন। সিলেটে ৪ দলীয় জোট ও ১৮ দলীয় জোটের কার্যক্রম গতিশীল করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বয়সের ভার ন্যুজ হওয়ার পরও তিনি দলীয় কর্মসূচীতে উপস্থিত থেকে নেতাকর্মীদের উৎসাহ দিতেন। এম এ হকের মৃত্যুতে সিলেট বিএনপি একমাত্র প্রবীণ অভিভাবককে হারালো। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ মরহুম এম এ হককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
জেলা ও মহানগর যুবদল : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ।
৩ জুলাই শুক্রবার এক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সহ সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিলেট বিএনপিকে শক্তিশালী করতে তাঁর অবদান ছিল অপরিসীম। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী ও সমাজ সেবক। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচীর প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়তাবাদী দলে সক্রিয় ভূমিকা রেখে ছিলেন। পাশাপাশি নেতৃবৃন্দ বলেন, এম এ হক এর মৃত্যুতে যে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেন তিনিকে জান্নাতবাসী করেন-আমীন।
সিলেট মহানগর বিএনপি : করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।
৩ জুলাই শুক্রবার এক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এম এ হক ছিলেন সকলের শ্রদ্ধেয় আলোকিত মানুষ। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী ও সমাজ সেবক। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচীর প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়তাবাদী দলে সক্রিয় ভূমিকা রেখে ছিলেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সহ সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিলেট বিএনপিকে শক্তিশালী করতে তাঁর অবদান ছিল অপরিসীম। নেতৃবৃন্দ বলেন, এম এ হক এর মৃত্যুতে যে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেন তিনিকে জান্নাতবাসী করেন-আমীন।
আবুল কাহের চৌধুরী শামীম : বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট বিভাগ বিএনপির অভিভাবক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ এম এ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেন, পরিচ্ছন্ন রাজনীতির অহংকার আলহাজ¦ এম এ হক ছিলেন সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সজ্জন ব্যক্তিত্ব। সিলেটে বিএনপির কার্যক্রম শক্তিশালী করতে তিনি ছিলেন প্রেরণার উৎস। দেশ, জাতি ও মানুষের কল্যাণে তিনি সদা নিজেকে উৎসর্গ করে গেছেন। জাতীয়তাবাদী দলের সকল শ্রেণী পেশার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক এম এ হককে হারিয়ে আমরা অভিভাবকশূন্য হয়ে গেলাম। তার মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবারের তথা সিলেটবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ আমাদের অভিভাবকতুল্য মরহুম এম এ হককে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
বদরুজ্জামান সেলিম : প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ, বৃহত্তর সিলেট বিএনপির অভিভাবক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ¦ এম এ হকের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত বদরুজ্জামান সেলিম বলেন, আমাদের পিতৃতূল্য রাজনৈতিক অভিভাবক আলহাজ¦ এম এ হক দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয়তাবাদী দলকে সন্তানের মতো স্নেহ করতেন। সিলেটে বিএনপিকে শক্তিশালী করতে তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। ব্যবহার, মাধুর্য্য, মেধা ও যোগ্যতার সমন্বয়ে রাজনৈতিক গন্ডির বাইরে গিয়ে তিনি সিলেটবাসীর আপনজনে পরিনত হয়েছিলেন। তার মৃত্যুতে সিলেটের জাতীয়তাবাদী পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আল্লাহ মরহুম হক সাহেবকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেট জেলা বিএনপি : বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির অভিভাবক, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক, সিলেট জেলা ও মহানগরের সাবেক সভাপতি আলহাজ¦ এম এ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় কামরুল হুদা জায়গীরদার বলেন, বর্তমানে রাজনৈতিক বৈরিতার এই দুঃসময়ে এম এ হকের বিদায়ে আমরা অভিভাবকশূন্য হলাম। এম এ হক আজীবন দেশ-জাতি ও সিলেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। দেশের যে কোন দুর্যোগ মুহূর্তে তিনি জাতির সেবায় এগিয়ে এসেছেন। সিলেট বিভাগে বিএনপির কার্যক্রম সুসংহত করতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। শ্রদ্ধেয় অভিভাবককে হারিয়ে আমরা গভীর শোকাহত। আল্লাহ আমাদের অভিভাবক এম এ হক ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা দল : বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির অভিভাবক, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক, সিলেট জেলা ও মহানগরের সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, বর্তমানে রাজনৈতিক বৈরিতার এই দুঃসময়ে এম এ হকের বিদায়ে আমরা অভিভাবকশূন্য হলাম। এম এ হক আজীবন দেশ-জাতি ও সিলেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। দেশের যে কোন দুর্যোগ মুহূর্তে তিনি জাতির সেবায় এগিয়ে এসেছেন। সিলেট বিভাগে বিএনপির কার্যক্রম সুসংহত করতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। শ্রদ্ধেয় অভিভাবককে হারিয়ে আমরা গভীর শোকাহত। আল্লাহ আমাদের অভিভাবক এম এ হককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মিফতাহ্ সিদ্দিকী : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
শুক্রবার ৩ জুলাই গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, এম এ হক ছিলেন সকলের পরম প্রিয় একজন শ্রদ্ধেয় আলোকিত মানুষ। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী সমাজ সেবক। তার মৃত্যুতে সিলেটবাসীর যে ক্ষতি হয়েছে, তা ক্ষতি কখনও পূরণ হবার নয়।
তার মৃত্যুতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পরিবার প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
ডা. শাহরিয়ার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
শুক্রবার ৩ জুলাই গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় ডা. শাহরিয়ার বলেন, সিলেটের যে কোন ঘটনা দুর্ঘটনা দুর্যোগে তিনি ছুটে এসেছেন পরম মমতায় সিলেটবাসীর অভিভাবকের মতো, তিনি ছিলেন সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক মানুষ। সিলেটে বিএনপিকে শক্তিশালী করেতে তাঁর অবদান অপরিসীম।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পরিবার প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আলাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
খন্দকার মুক্তাদির : বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম.এ হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এক শোক বার্তায় মুক্তাদির বলেন, তাঁর (এম এ হকের) বিদায় সিলেটের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি করেছে তা সহজে পূরণ হবার নয়। মরহুম হক ছিলেন সিলেট বিএনপির মুরব্বি। যেকোন সমস্যায় আমরা তাঁর পরামর্শের জন্য ছুটে যেতাম। গত ৩০ বছর ধরে সিলেট বিএনপির প্রতিটি পদক্ষেপে তিনি নেতৃত্ব দিয়েছেন। সিলেটের রাজনৈতিক পরিমন্ডলে তাঁর স্মৃতি অম্লান হয়ে থাকবে।
খন্দকার মুক্তাদির মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন। এছাড়া তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মেয়র আরিফুল হক চৌধুরী : করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)।
করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয় এবং করোনা পরীক্ষার জন্য স্যাম্পলও সংগ্রহ করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তার শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় তিনি বলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক এর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মিজান চৌধুরী : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
শুক্রবার ৩ জুলাই এক শোক বার্তায় মিজান চৌধুরী বলেন, সিলেট বিভাগের রাজনৈতিক সামাজিক অঙ্গনে এম এ হক ছিলেন সকলের পরম প্রিয় একজন শ্রদ্ধেয় আলোকিত মানুষ। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী সমাজ সেবক।
সিলেটের যে কোন ঘটনা দুর্ঘটনা দুর্যোগে তিনি ছুটে এসেছেন পরম মমতায় সিলেটবাসীর অভিভাবকের মতো, তিনি ছিলেন সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক মানুষ। সিলেটে বিএনপিকে শক্তিশালী করেতে তাঁর অবদান অপরিসীম।
তিনি ছিলেন বিএনপি পরিবারের ভরসার স্থল, তাঁর মৃত্যুতে সিলেট জাতীয়তাবাদী পরিবার এবং সর্বস্তরের সিলেটবাসীর অপুরণীয় ক্ষতি হয়েছে,এ ক্ষতি শত বছরেও পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পরিবার প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তিনিকে জান্নাতবাসী করেন আমীন ইয়ারাব্বুল আলামীন।
সিলেট মহানগর যুবলীগ : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘সিলেট বিভাগের রাজনৈতিক, সামাজিক অঙ্গণে এম এ হক ছিলেন সকলের প্রিয় একজন মানুষ। তিনি ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী সমাজ সেবক। তিনি ছিলেন সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক।’