মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে ২ দিন জগন্নাথপুর উপজেলা রীতিমতো অচল ছিল। এতে অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হন সর্বস্তরের জনতা।
শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সারা দেশের মতো ফণী’র প্রভাবে টানা ২ দিন ধরে জগন্নাথপুরে প্রচন্ড ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারেননি। নদ-নদীর পানি বৃদ্ধি পায়। ঝড়ো হাওয়ার কারণে সিলেট থেকে জগন্নাথপুরে আসা দীর্ঘ বিদ্যুৎ লাইনের খুটি ভেঙে ও তার ছিড়ে যাওয়ায় কার্যত ২ দিন অন্ধকারে ছিলেন জগন্নাথপুরবাসী। টানা বৃষ্টিতে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ভমভমি এলাকায় সড়কের মাটি দেবে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারেনি। রাস্তাঘাটে মানুষের চলাচল কম ছিল। ব্যবসা প্রতিষ্ঠানে মন্দাভাব থাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বিশেষ করে টানা বৃষ্টির কারণে ফুটপাতের সকল ব্যবসা বন্ধ ছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল কি হচ্ছে দেশে। ছিল না নেটওয়ার্ক। চার্জের অভাবে মানুষের মোবাইল ফোন বেশির ভাগ বন্ধ ছিল। চলছি না টেলিভিশন। জানা যায়নি দেশের খবর। সব মিলিয়ে মানুষ সারাক্ষণ আতঙ্কে ছিলেন। অবশেষ ৫ মে রোববার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, প্রচন্ড ঝড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ লাইনের খুটি ভেঙে ও তার ছিড়ে যাওয়ায় এ ২ দিন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়নি।