কালো মেঘে

20

দুখী

আষাঢ়ের কালোমেঘে দেশ আজ ঢাকা
সূর্যটা লুকিয়ে দেয় না তো দেখা
মাঠে ঘাটে পথে বাটে জল থৈ থৈ
হাঁটুজলে ছেলে মেয়ে করে হৈ রৈ

আম তলে ভিড় করে কুড়ে তারা আম
কেউবা মুখে গোজে পাকা কালো জাম
নদীধারে জেলেরা জালে মাছ ধরে
কালো মেঘের বজ্র অবিরাম ঝরে।

ঠ্যাস.. ঠ্যাস.. শব্দে চমকায় মেঘ –
থেমে যায় কিশোরের ছুটে চলা বেগ
তবু যেন ছুটে চলা, থেমে নেউ কেউ
হাঁটুজলে খোকা খুকি তুলে শুধু ঢেউ!