আষাঢ় মাসে

18

ফেরদৌসী খানম রীনা

আষাঢ় মাসে মেঘ করেছে
দূরের সুনীল আকাশে,
কালো মেঘ ভেসে বেড়ায়
স্নিগ্ধ কোমল বাতাসে।

চারিদিক মুখরিত রিমঝিম
বৃষ্টির আওয়াজে,
হঠাৎ হঠাৎ মেঘের ডাক
সকাল, দুপুর ,সাঁঝে।

বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি যেন
ফিরে পেলো সজীবতা,
রিমঝিম বৃষ্টিতে চারপাশে
বিরাজ করে নিরাবতা।

কাটে না মন ঘরে
শুধুই বিষন্নতা,
মেঘলা আকাশ চারপাশে
বিরাজ করে শূন্যতা।

কদম,কেয়ার সৌন্দর্যে
প্রকৃতি অপরূপে সাজে,
কখনও রোদ কখনও বৃষ্টি
অপূৃর্ব দৃশ্য প্রকৃতির মাঝে।

খাল-বিল, নদী-নালা,
বৃষ্টির জলে থৈ থৈ,
মাছেরা খেলা করে সারাবেলা
ডাঙায় লাফ দেয় কই।

টুপটাপ বরষায় জেলেরা
মাছ ধরে বিলে,
দুষ্ট ছেলেরা সাঁতার কাটে
পুকুরের জলে।

হাঁসদের যেন মিলন মেলা
ভেসে চলে ওই দূরে,
ভেসে ভেসে হারায় অজানায়
ডাকে মধুর সুরে।