জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটি ভরাট হয়েছে। সরকারি কাবিখা বরাদ্দে আশারকান্দি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাটি ভরাট কাজ হয়। তবে এ স্কুল মাঠে মাটি ভরাট নিয়ে এলাকায় দুই পক্ষের বিরোধ তুঙ্গে রয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে সরকারি বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করেন। যা কোন অস্থায় মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ।
এ বিষয়ে স্কুল মাঠে মাটি ভরাট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি স্থানীয় নারী ইউপি সদস্য আফিয়া খানম বলেন, সরকারি কাবিখা বরাদ্দের ৮ টন গম বিক্রি করে ৮৫ হাজার টাকার মধ্যে প্রায় ৮০ হাজার টাকার মাটি ভরাট কাজ হয়েছে। আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী স্কুল মাঠে মাটি ভরাট কাজের সত্যতা নিশ্চিত করেন। তবে বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি কাহের মিয়া বলেন, মাটি ভরাট কাজে অনিয়ম হয়েছে। বরাদ্দ অনুযায়ী কাজ হয়নি। পুরো মাঠ মাটি ভরাটের কথা থাকলেও অর্ধেক মাঠ ভরাট করা হয়েছে। এ নিয়ে আমি প্রতিবাদ করায় একটি মহল আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করছে। বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সাইদুল ইসলাম জানান, এখানে মাটি ভরাটে কোন অনিয়ম হয়নি। এরপরও একটি পক্ষ গুজব ছড়িয়েছে। যদিও স্থানীয় গ্রাম পুলিশ উজ্জল মিয়া উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।