নিলুফার জাহান
ছোট্ট বেলায় আদর করে
বলতো বাবা আয়
আমার সাথে যাবে চলো
সবুজ সোনার গাঁয়।
সোনা মণি ভয় পেয়ো না
ধরো আমার হাত
বাবার সাথে ঘুরতে যেতাম
অনেক দিবস রাত।
নতুন জামা আনতো কিনে
আনতো হরেক ফল
নতুন খুশি আসতো মনে
নামতো খুশির ঢল।
হাত বুলিয়ে মাথায় বলতো
সোনা মণি খাও
খাওয়া শেষে খেলতে যাবে?
আচ্ছা খেলতে যাও।
বাবা আমার শুয়ে আছে
কবর দেশে হায়
দোয়া করি বাবার কবর
জান্নাত হয়ে যায়।