বিজয়ের মাস ডিসেম্বর

27

6_110024জেড এম শামসুল :
আজ ৬ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে  মুজিবনগরে তুমুল উত্তেজনা। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একের পর এক নতুন নতুন এলাকা মুক্ত হওয়ার খবর প্রচার করছে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী বীর দর্পে এগুতে থাকে এবং বেতার কেন্দ্র থেকে দেশাত্মবোধক গান আর জয়বাংলা শ্লোগানে সর্বত্র মুখরিত হয়ে উঠে। এদিনে ১১টি সেক্টরের কমান্ডারগণ অনেকেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। এদিকে সীমান্তিক চরাঞ্চল, দ্বীপ সমূহে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী অবস্থান করছেন। এই দিনে মার্কিন সাপ্তাহিক নিউজ উইক পত্রিকায় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতকার প্রকাশ করে। এ সাক্ষাতকারে তিনি বলেছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা অপূর্ব পারদর্শিকর্তার সাথে যুদ্ধ করে চলেছে। আমরা সুসংগঠিত এবং যেকোন পদক্ষেপ গ্রহণে সক্ষম। বাংলাদেশের আপামর জনসাধারণের দেশপ্রেম আমাদের সামরিক অভিযানে সহায়ক হচ্ছে। দেশের সমস্ত শিক্ষিত সম্প্রদায় আমাদের পক্ষে রয়েছে। ভারত ও কমিউনিষ্টরা আমাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। যৌথ বাহিনীর প্রচন্ড যুদ্ধে হানাদার বাহিনী পালিয়ে যাচ্ছে। অব্যাহত যুদ্ধে হানাদার বাহিনীর আকাশস্থল ও নৌপথ বন্ধের উপক্রম দেখা দেয়ায় আত্মরক্ষার চেষ্টা করছে। এদিকে বিভিন্ন স্থান মুক্ত হচ্ছে। রাত দিন যুদ্ধে হতাহতের সংখ্যা বাড়ছে।