জিল্লুর রহমান পাটোয়ারী
আষাঢ় এলো কদম বনে,
লাগলো মনে দোলা –
রিমিঝিমিয়ে বৃষ্টি পড়ে,
যায়না তারে ভোলা।
নাচন লাগে কদম ডালে,
ভেজা পাখির মেলা –
পুলক মনে ভোলায় গানে,
গাইছে সারাবেলা।
আষাঢ় এলো খালে-বিলে,
টেংরা পুঁটির মেলা –
জল ছলছল বৃষ্টি পড়ে,
সোনা ব্যাঙের খেলা।
আষাঢ় এলো মাঠে ঘাটে,
জল থইথই করে –
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে,
মাঠ ঘাট যায় ভরে।