পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের উপর সন্ত্রাসী হামলা ও ৬ দফা দাবির আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় সিলেট বিভাগ ও বি-বাড়িয়া জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এক প্রতিবাদ সভা ও মালিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।
সিলেট বিভাগ শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব জমির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সজিব আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব কামাল আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্র“পের যুগ্ম সাধারণ সম্পাদক পলক আহমদ চৌধুরী, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয় এর সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি সালাম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হিরা, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, কার্যকরী সভাপতি সুন্দর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন বি-১৪১৮ এর কোষাধ্যক্ষ সামছুল হক মানিক, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছীর আলী।
এ সময় বক্তারা বলেন, আগামী ৯ ডিসেম্বর বর্ণিত ৬ দফা দাবি বাস্তবায়ন করার আহ্বান জানান। তা না হলে ১০ ডিসেম্বর থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালিত হবে। শ্রমিকলীগ নামধারী প্রকৌশলী এজাজুল হক এজাজের নেতৃত্বে বিভিন্ন সময়ে পরিবহন শ্রমিকদের উপর হামলা করা হয়। হামলায় পরিবহন শ্রমিকরা অনেক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছে। এজাজুল হক এজাজ শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ নানা অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত রয়েছে। এরই প্রেক্ষিতে শ্রমিক পরিবহন সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি