বৃষ্টিফোঁটা

31

আনোয়ার আল ফারুক

পাপড়ি মেলে দীঘলজলে
ভাসছে পদ্ম রাশি,
রাতের ঘোমটা খোলে ছড়ায়
স্বর্গীয় এক হাসি।
হাসিতো নয় এই যেন এক
রঙের মাখামাখি।।

পানকৌড়িরা জলকেলিতে
মাতছে সারাবেলা
বাদলাদিনে চাষার মাঝে
নেই’যে কাজে হেলা,
ভেজা পালক পাতার আড়ে
ডাকছে বনের পাখি।।

দোল খেয়ে যায় কদম কেয়া
গাছের ডালে ডালে
উদাস হাওয়ায় মন ছোটে যায়
বৃষ্টি ছন্দের তালে,

গুনগুনিয়ে বৃষ্টিফোঁটায়
মাতছে কাহার গানে
শ্যামলিমায় ভরছে দেশটা
কোন মহানের দানে?
তিনি হলেন মহান মালিক
জানো তোমরা তা কী?