হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে নতুন করে আরও ১১৭ জন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৭২২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১৮ জন।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন ১১৭ জন আক্রান্তের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৫৯ জন, মাধবপুরের ১৭, চুনারুঘাটের ১৬, নবীগঞ্জের ১৫, বাহুবলের ৯ এবং বানিয়াচং উপজেলার ১ জন। এদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকসহ ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং এটিএন বাংলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো. আব্দুল হালিম। আক্রান্ত ১১৭ জনের নমুনা সংগ্রহ করা হয় গত ২৩ ও ২৮ এপ্রিল।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২২ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ২১৮ জন। তবে মারা যাওয়া দুইজন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।