সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসা সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব ——–হাফিজ হাই হারুন

3

সিলেট মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর ও সিলেট অঞ্চল টীমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, দিন দিন দেশে শীতের প্রকোপ বাড়ছে। সামনে আরো কঠিন শৈত্যপ্রবাহ অপেক্ষা করছে। শীত বাড়ার কারণে ধীরে ধীরে কাবু হয়ে পড়ছে সাধারণ মানুষ। এই শীতে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের দুর্ভোগ ক্রমশই বেড়ে চলেছে। অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসা সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।
তিনি মঙ্গলবার সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর খাসদবির এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জামায়াত নেতা কামরুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা জামায়াতের সেক্রেটারী শফিকুল আলম মফিক, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান আহাদ, জামায়াত নেতা ফাহাদ আহমদ, সাঈদ আহমদ ও আল আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি