ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলিমপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামসহ তার দু বোন আমিনা বেগম, নেহার বেগমকে করোনা মুক্ত বলে ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার লিখিত এক আদেশের মাধ্যমে তাদের করোনা মুক্ত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার।
জানা গেছে, ১৭ জুন উপজেলার সাদিপুর ইউপির রহমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলিমপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামসহ তার পরিবারের কয়েকজন করোনার নমুনা পরীক্ষা জন্য দেন। পরবর্তীতে ২৩ জুন দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই তিন জনসহ আরো একজনের করোনা পজেটিভ আসে। পরবর্তীতে তারা আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণের পর কোন উপসর্গ না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার এক আদেশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ তার দুই বোনকে করোনা মুক্ত ঘোষণা করেন।
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার বলেন, প্রধান শিক্ষক সহ তার দুই বোন শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকায় এবং আইসোলেশনের নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিয়ম অনুয়ায়ী তাদেরকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে।