মহিউদ্দিন বিন্ জুবায়েদ
দুলছে দেখো বাতাস পেয়ে
হলদে ধানের শীষ
দোয়েল পাখি লেজটি নেড়ে
দিচ্ছে জোরে শিস।
ফুটছে হাসি কৃষক মনে
দেখে মাঠের ধান
দুঃখ কষ্ট মুছে গেছে
সজিব তাহার প্রাণ।
ধান কাটিয়া তুলবে গোলায়
কৃষাণীর নেই ঘুম
ক’দিন পরেই গাঁয়ের উঠোন
কাটা মাড়ির ধুম।
নবান্ন হবে এই ঋতুতে
হেমন্ত সাজে আজ
শিশির পড়ে সকালবেলা
নানান কারুকাজ।