উত্তর গোলার্ধে সূর্যের আজ শেষ অবস্থান ॥ আজ সবচেয়ে বড় দিন

117

কাজিরবাজার ডেস্ক :
উত্তর অয়নান্ত আজ। সূর্যের উত্তর গোলার্ধে অবস্থানের শেষ দিন। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এই দিন থেকে সূর্যের উত্তরায়ণের শেষ এবং দক্ষিনায়নের শুরু। উত্তর গোলার্ধে অবস্থানের কারণে এই সময়ে এই অঞ্চলের দেশগুলোতে দিনের পরিধি বড় হয়। সূর্য খাড়াভাবে কিরণ দেয়ার কারণে প্রচন্ড গরম অনুভূত হয়। এছাড়া উত্তর গোলার্ধে সূর্যের শেষ দিনের অবস্থানের কারণে ২২ জুনকে এই অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় দিন ধরা হয়।
জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকার বলেন, ২১ জুনের পর থেকে সূর্য দক্ষিণ গোলার্ধে যাত্রা শুরু করে। ফলে এই অঞ্চলে দিনের পরিধিও আস্তে আস্তে কমতে থাকে। বিষুব রেখা ধরে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এই যাত্রা অব্যাহত থাকবে। তখন দক্ষিণ গোলার্ধে দিনের পরিধি বড় হবে। উত্তর গোলার্ধে তখন শীত পড়বে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সূর্যের উত্তরায়ণকালে মহাবিষুবের পর কর্কটক্রান্তি রেখায় (২৩.৫ক্ক উত্তর অক্ষাংশ) সূর্যের আগমন তথা অবস্থানকে উত্তর অয়নান্ত বলা হয়। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর জুন মাসের ২০ হতে ২২ তারিখের মধ্যে এটি সংঘটিত হয় বলে একে জুন অয়নান্তও বলা হয়। এই দিন থেকে সূর্যের উত্তরায়ণের শেষ এবং দক্ষিণায়নের শুরু।
তারা জানান, উত্তর অয়নান্তের সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং একই সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। এ কারণে উত্তর গোলার্ধে একে গ্রীষ্ম সংক্রান্তি কিন্তু দক্ষিণ গোলার্ধে শীত সংক্রান্তি হিসেবে ধরা হয়।
তথ্য সূত্র উইকিপিডিয়া অনুযায়ী মহাবিষুব সংঘটনকালে সূর্য নিরক্ষরেখা অতিক্রম করার পর, পৃথিবী যতই তার কক্ষপথে অগ্রসর হয় ততই পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরবর্তী হতে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পায় এবং রাতের দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেতে থাকে। অপরদিকে দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা চলতে থাকে। এইভাবে উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হওয়ায় ২০ হতে ২২ জুনের মধ্যে কোন এক সময় তা সূর্যের সর্বাধিক নিকটবর্তী হয়। ফলে ওই দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় এবং উত্তর গোলার্ধের সর্বাধিক অংশ আলোকিত হয়। এ দিন উত্তর গোলার্ধে বৃহত্তম দিন ও ক্ষুদ্রতম রাত সংঘটিত হয় (দিন: ১৪ ঘণ্টা দিন ও রাত: ১০ ঘণ্টা) এবং একই সময় দক্ষিণ গোলার্ধে হয় এর ঠিক বিপরীত। এই সময়ে সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় বলে এই দিনকে উত্তর অয়নান্ত দিবস বলে।
জ্যোতির্বিদ বিজ্ঞানীরা জানান, সূর্যের উত্তরায়ণকালে যে মুহূর্তে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সর্বাধিক নিকটবর্তী হয় তথা সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে (২৩.৫ক্ক উত্তর অক্ষাংশ) লম্বভাবে অবস্থান করে সেটিই কর্কট সংক্রান্তির মুহূর্ত। সৌর বছর ও পঞ্জিকা বছরের মধ্য পার্থক্য থাকায় গ্রেগরিয়ান পঞ্জিকা অনুসারে কোন নির্দিষ্ট দিনে না হয়ে প্রতি বছর জুন মাসের ২০ হতে ২২ তারিখের মধ্যে যে কোন দিনে উত্তর অয়নান্ত সংঘটিত হতে পারে।