বিজয়ের পতাকা

3

আজহার মাহমুদ :

করিম মিয়া পতাকা নিয়ে হাঁটছে এদিক সেদিক
পতাকা গুলো বিক্রি না হলেও মনটা আছে তার ঠিক
করিম মিয়ার মন ভালো তাই জামাল মিয়া বলেন,
পতাকা বিক্রি না হলেও ভাই কীভাবে আপনি হাসেন?
জামাল মিয়ার এমন প্রশ্নে করিম মিয়া বলেন,
পতাকা গুলো কাঁধে নিয়ে আপনি একদিন হাঁটেন।
এ পতাকা কাঁধে নিয়ে যে সুখ আমি পাই
সেই সুখ এই পৃথিবীতে আর কোথাও নাই।
করিম মিয়ার এমন কথায় জামাল মিয়া অবাক
সেই সাথে আশেপাশের সবাইও তখন নির্বাক।
হাসতে হাসতে করিম মিয়া আবার বলতে থাকেন
পতাকার সাথে সম্পর্কটা আগে সবাই একটু বুঝেন।
বিজয়ের এই পতাকা কাঁধে নেওয়াও সুখের
এই পতাকার জন্যই কিন্তু রক্ত ঝরেছে বুকের।