শিরিন আফরোজ
মৃত্যু তো হবে একদিন!
আছে সবার জানা
আতঙ্কে মনে অন্ধকার নামে
কখন দেয় মৃত্যু হানা!
এম্বুলেন্সের শব্দ শুনলে
বুকে কাঁপন হয়
কাকে যেন যাচ্ছে নিয়ে!
লাগে শুধু ভয়।
মৃত্যু মিছিল হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘ
চলছে স্বজন হারানোর হাহাকার
কখন কে যুক্ত হয়ে যায় মিছিলে!
চেষ্টায় সবায় সুরক্ষায়।
মানবতা থাকুক কথায় ও কাজে
এখন তো সময় ভালো না
রোগে, শোকে আত্মক্রন্দনে প্রতি অন্তর
কখন যেতে হয় শেষ ঠিকানায়!
এখন হাওয়ায় ভাসে পৃথিবীর কান্না
মুক্ত বিহঙ্গ মেলে চলে ডানা
পৃথিবীর অসুখ কবে হবে ভালো!
অজানা আর অজানা।