ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন খাদ্য দ্রব্যের ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানার নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। ভেজাল খাদ্য পরিবেশন ও মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার দায়ে শহরের আনন্দ কনফেকশনারিকে ৩ হাজার, জালালাবাদ এন্ড বাগদাদ বেকারিকে ১০ হাজার, ঢাকা রয়েল বেকারিকে ৭ হাজার, হাসান ভেরাটাইজ ষ্টোরকে ৫ হাজার, ছাদিক ষ্টোরকে ৩ হাজার ও হামদু এন্ড ব্রাদাসকে ৬ হাজারসহ ৬টি ব্যবসায়ি প্রতিষ্ঠানে মোট ৩৪ টাকা জরিমানা করা হয়। এদিকে মাহে রমজানকে সামনে রেখে পৌর শহরসহ উপজেলার গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার, ধারণ ও দোলারবাজারে নিত্য প্রয়োজনীয় মালামাল ছাড়াও সবজি ও মাছ বাজারে আগুন। কোন ধরণের তদারকি না থাকায় এক শ্রেনীর অসাধু ব্যবসায়িরা এ সুযোগে কাজে লাগাচ্ছে। পাশাপাশি বিভিন্ন কনফেকশনারি ও রেস্টুরেন্ট গুলোতে ভেজাল খাদ্য সামগ্রী পরিবেশন এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি হচ্ছে। এমন অভিযোগ ভুক্তভোগিদের। ছাতক শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানকে স্বাগত জানিয়ে একাধিক লোকজন জানান, এরকম অভিযান নিয়মিত পরিচালিত হলে সাধারন লোকজন উপকৃত হবে। এতে ভেজাল খাদ্যদ্রব্য পরিবেশন ও বিক্রি থেকে সতর্ক থাকবে সকল ব্যবসায়ি প্রতিষ্ঠান।