হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আজমিরীগঞ্জ উপজেলার দুইজন ও শায়েস্তাগঞ্জ উপজেলার একজন। শনিবার সকালে পৃথক সময়ে তারা মারা যান। বজ্রপাতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন-আজমিরীগঞ্জ উপজেলার রনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে মারফত আলী (১৬), আবেদ আলীর ছেলে রবিন মিয়া (১৭) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আছকির মিয়া (৫৫)।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খন্দকার জানান, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় হাওরে কাজ করছিলেন পাঁচজন। এ সময় বজ্রপাত ঘটলে দুইজন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার জানান, শনিবার উপজেলার নূরপুর ইউনিয়নের আকছির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।
নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।