সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গতকাল শনিবার একদিনে সর্বোচ্চ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে জামালগঞ্জ থানা ৯ জন, উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে ৪ জন, সমাজ সেবা কার্যালয় ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মইন উদ্দিন।
ইউএনও অফিসের আলমগীর, বাসিত, সিএ দেবু জারিকারক ইয়াকুব, ফকির, সমাজ সেবা অফিসের শাহ আলম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবুল কালাম। এ নিয়ে জামালগঞ্জ উপজেলায় মোট ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওসমানীর ল্যাবে শনিবারে ১১৪ জন নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।