কাজিরবাজার ডেস্ক :
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। এছাড়া তার একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের দেহেও করোনার সংক্রমণ পাওয়া গেছে।
শুক্রবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরেই মন্ত্রী, তার স্ত্রী এবং পিএসের শরীরে অসুস্থতার লক্ষণ ছিল। পরে বৃহস্পতিবার তারা নমুনা পরীক্ষা জন্য দেন। শুক্রবার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। তবে তাদের শারীরিক অবস্থা এখনো ভালো আছে। তারা বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী এবং তার পরিবার করোনা থেকে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া বেশ কয়েক সংসদ সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।