জগন্নাথপুরে জনতাকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে প্রশাসন

13
জগন্নাথপুরে করোনা মোকাবেলায় ইউএনও এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের অভিযান।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে প্রশাসন। অসচেতন জনতাকে সচেতন করতে চালানো হয়েছে অভিযান। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানাতে হাট-বাজারে শুরু হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর এ্যাকশন। পহেলা জুন থেকে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর জগন্নাথপুরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায় করোনা রোগীর সংখ্যা। মাত্র ৫ দিনে ১৭ জন আক্রান্ত হন। এ ঘটনার পর তৎপর হয়ে উঠেছে প্রশাসন। এরই অংশ হিসেবে ৭ জুন রবিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজার সহ বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানকালে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৪ জনকে ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়। সেই সাথে হাট-বাজারে লোক সমাগম ছত্রভঙ্গ করতে লাঠি নিয়ে অসচেতন জনতাকে ধাওয়া করা হয়। ফুটপাত দখল করে রাখা দোকানপাটকে উচ্ছেদ করা হয়। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন ভাবে করা হয় সতর্ক। অনেককে প্রদান করা হয় মাস্ক। এ সময় ইউএনও কে সহযোগিতা করেন থানা পুলিশ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, মহামারি করোনা মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। তাই সর্বস্তরের জনতাকে অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।