মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
সরকারের বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টা ছাড়া চা বাগানে মাতৃমৃত্যু হ্রাস করা সম্ভব না। সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। এসব সীমাবদ্ধতাকে অতিক্রম করা সম্ভব বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করে। এজন্য জেলা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানকে একসাথে বসে কাজ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্র্যাক লানিং সেন্টারে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) আয়োজিত এক ডেসেমিনেশন সেমিনারে এসব কথা বলেন সেমিনারের প্রধান অতিথি এবং মৌলভীবাজার জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিআইপিআরবি’র পরিচালক একেএম ফজলুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার বিনেন্দু ভৌমিক, ইউএনএফপিএ এর যৌন ও প্রজনন বিভাগের প্রোগ্রাম স্পেশালিষ্ট মো.সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।