বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

163
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন জেলা প্রশাসন, সিলেট (১), ডিআইজি, সিলেট রেঞ্জ (২), ইব্রাহিম স্মৃতি সংসদ (৩)।

স্টাফ রিপোর্টার :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেটেও বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক দলসহ নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ। গতকাল ১৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টা থেকে নগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে একে একে শ্রদ্ধাজলি অর্পণ করেছেন সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার সিলেট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সিলেট, বাসদ মার্কসবাদী, সিলেট বিভাগীয় গণদাবী ফোরাম, ইনোভেটর সিলেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর, বিএডিসি সিলেট, মুক্তিযোদ্ধা যুবকমান্ড সিলেট জেলা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলাসহ আরো অনেকে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।