স্টাফ রিপোর্টার :
এসএমপি’র কোতোয়ালী, এয়ারপোর্ট ও দক্ষিণ সুরমার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, দেশীয় তৈরী মদ ও মামলার এক পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গতকাল বুধবার ও এরআগের দিন মঙ্গলবার নগরীর কদমতলী, লাক্কাতুরা চা বাগান এলাকা ও শামীমাবাদ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-বালাগঞ্জ থানার কলোমা এলাকার পাচাল গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র অস্ত্র ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান (৩৩), কুমিল্লা জেলার লাকসাম থানার বোচপাড়ার মৃত গাজী মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (২৫) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার তেহরিয়া বড়বাড়ীর মো: আব্দুল হাইর পুত্র মামলার পলাতক আসামী মোঃ শাহিনুর আহমেদ শাহিন (৩৫)।
র্যাব-৯ জানায়, গত মঙ্গলবার বিকেল পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে কদমতলী (জকিগঞ্জ রোড) ‘তান্নি ভ্যারাইটিজ স্টোর’ এর সামনে পাকা রাস্তার উপর থেকে বিদেশী রিভলবারসহ মোঃ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে দক্ষিণ সরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃতে এএসপি নাহিদ হাসানসহ এসএমপির কোতয়ালী থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে এস এমপি সিলেট জেলার এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা বাগানস্থ শীতলা দেবীর মন্দির সংলগ্ন সামনের পাঁকা রাস্তার উপর থেকে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এএসপি নাহিদ হাসানসহ কোতোয়ালী থানা এলাকায় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার আসামীর নিজ বসত বাড়ি থেকে কোতোয়ালী থানার জিআর নং ১৩৫/১৪ নং মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শাহিনুর আহমেদ শাহিনকে গ্র্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।