আসামে ভূমিধস ও মাটি চাপা পড়ে ২০ জনের মৃত্যু

13

কাজিরবাজার ডেস্ক :
আসামে ভয়ঙ্কর ভূমিধস, মাটিচাপা পড়ে মৃত কমপক্ষে ২০ জন। সে রাজ্যের দক্ষিণ অংশে ওই ভূমিধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, যারা ইতোমধ্যেই মারা গেছেন, তারা মূলত দক্ষিণ আসামের বারাক উপত্যকা অঞ্চলের তিন জেলার বাসিন্দা। গত কয়েকদিন ধরে ওই এলাকাজুড়ে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। প্রচণ্ড বৃষ্টির ফলেই ওই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
নিহত ২০ জনের মধ্যে কাছার জেলার বাসিন্দা সাতজন, আরও সাতজন হাইলাকান্দি জেলার এবং করিমগঞ্জ জেলায় ছয়জন রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। ওই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে খবর।
বস্তুত গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি। তার জেরে ধস নামল দক্ষিণ আসামে। মারা গেলেন অন্তত ২০ জন। আহত বহু। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আসামের বরাক উপত্যকার তিনটি জেলা।
গত কয়েক দিন ধরেই তুমুল বৃষ্টি হচ্ছে আসামে। বেশিরভাগ নদী বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে দক্ষিণ আসামে ধস। তার মধ্যে চার জেলাতে মারা গেছেন সাতজন। হায়লাকান্দি জেলাতে সাতজন এবং করিমগঞ্জে ছয়জন মারা গেছেন। আহত বহু। উদ্ধারে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।