জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার মাদ্রাসা থেকে স্কুল এগিয়ে রয়েছে। করোনা পরিস্থিতির কারণে এবার দেরিতে হলেও অবশেষে ৩১ মে রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বের হয়েছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার অরুপ কুমার রায় জানান, এবার জগন্নাথপুর উপজেলার ৩০টি স্কুল থেকে ২৩৫৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২০০১ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৪ দশমিক ৯৩ ভাগ ও জিপিএ-৫ পেয়েছে ২৫টি। উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৬২৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৫০২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮০ দশমিক ৪৫ ভাগ ও জিপিএ-৫ পেয়েছে ৯টি। ফলাফলে এবার মাদ্রাসা থেকে স্কুল এগিয়ে রয়েছে।