দক্ষিণ আফ্রিকায় মসজিদ আরও একমাস বন্ধ রাখার সিদ্ধান্ত

8

কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাস পরিস্থিতিতে জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে দক্ষিণ আফ্রিকার মসজিদগুলো আরও এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মুসলিম জুডিশিয়াল কাউন্সিল।
মুসলিম অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাস্ট্রপতি সিরিল রামাপুসা লকডাউন দেশের মসজিদসহ সব উপাসনালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
তারপর মুসলিম জুডিশিয়াল কাউন্সিল তাদের এ সিদ্ধান্তের কথা জানান। শুক্রবার সকালে কেপটাউনে গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছে কাউন্সিল।
মুসলিম জুডিশিয়াল কাউন্সিল মনে করে, লকডাউন শিথিল হলেও করোনার প্রভাব কমেনি। সবাই এখনো করোনা আক্রান্ত হওয়ার হাইরিস্কে আছে। তাই আরও অন্তত একমাস সবাইকে ঘরে নামাজ আদায় করতে হবে।