জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রাণপণ প্রচেষ্টায় জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা এলাকায় প্রায় ১৫ একর জমি নিয়ে ১৭৮ কোটি টাকা ব্যয়ে কৃষি ইনস্টিটিউট নির্মাণ কাজ একনেকে অনুমোদন হয়েছে। এ খবর জগন্নাথপুরে ছড়িয়ে পড়লে সর্বত্র বইছে আনন্দের বন্যা। চলছে একের পর এক আনন্দ মিছিল।
এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ৬ অক্টোবর বুধবার জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সুহেল আহমদের উদ্যোগে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
এতে জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, পৌর কাউন্সিলর ছমির উদ্দিন, আ.লীগ নেতা আফু মিয়া, সাবেক বাজার সেক্রেটারি দিলোয়ার হোসেন, ব্যবসায়ী নুর মোহাম্মদ, বাবলু চৌধুরী, লিটন আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত জনতা অংশ গ্রহণ করেন। এ সময় মিছিলে মিছিলে সরব হয়ে উঠে পৌর শহর।