নবীগঞ্জে ঈদে বাড়িতে এসে করোনায় আক্রান্ত গার্মেন্টস কর্মী, আক্রান্ত ২৩ জন

10

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
ঈদ উপলক্ষে বাড়ি এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ জন গার্মেন্টস কর্মী। তার বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নে রাধাপুর গ্রামে।
পুরো উপজেলায় বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন। ঈদের দিন সোমবার রাত ৯টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানান, মহিলা স্বপরিবারে ঢাকায় বসবাস করতো। গত কয়েকদিন আগে ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়ি আসেন তারা। আক্রান্তদের হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা জানান, সোমবার রাত ৯টায় ১ জন স্বাস্থ্য কর্মীর নমুনার ফলাফল হাতে পেয়েছি। এর মধ্যে উপজেলায় ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। তিনি আরও জানান, নবীগঞ্জে আজ ২২ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ২১জনের রিপোর্ট নেগেটিভ ও ১ জনের পজিটিভ রিপোর্ট তারা হাতে পেয়েছেন।