স্টাফ রিপোর্টার :
এসএমপি পুলিশের চলতি মাসের ১৯ দিনে জুয়া খেলার সামগ্রীসহ ২৬ জুয়াড়িকে আটক করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এদের মধ্যে কারো কারো কাছ থেকে ইয়াবাও জব্দ করা হয়েছে। ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত এসব জুয়াড়িকে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয় বলে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানিয়েছেন।
আটককৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমার বাসিন্দা জাবেদ আহমদ (২৯), নগরীর মোগলটুলা এলাকার বাসিন্দা তারেক রহমান অন্তর (২৫), একই এলাকার রিফাত আহমেদ দুদুল (২৩), সুমন ইসলাম (২২), এয়ারপোর্ট থানার বড়শালা নতুনবাজার শাহিন (৩০), দক্ষিণ সুরমা খোজারখলার বাসিন্দা ইমন আহমদ রাসেল (২০), নগরীর ছড়ারপাড়ের সালমান আহমদ (২৫), শাহজাহান মিয়া (৬০) ও মো. আজিজ মিয়া (২৮), নগরীর লালদিঘীরপাড়ের বাসিন্দা আব্দুল হান্নান (৩৮), নগরীর দক্ষিণ সুরমা ঝালোপাড়ার বাসিন্দা জাহেদ মিয়া (২৮) ও সুহেল মিয়া (৩০), হবিগঞ্জ জেলার বাহুবল থানার রোহেল মিয়া (২৪), দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকার বাসিন্দা নেহেরু দাস (২৭), দক্ষিণ সুরমা কুচাই শারপিনের বাসিন্দা জইন উদ্দিন (৫০), দক্ষিণ সুরমা কিত্তা খালোপাড়ের আবু আকবর (৫২), সুনামগঞ্জের দোয়ারাবাজারের মো. আমির আলী (৭০), দক্ষিণ সুরমা খোজারখলার বাসিন্দা মুন্না হোসেন (২২), নগরীর দক্ষিণ সুরমা ভার্থখলার বাসিন্দা মো. ইদন মিয়া (২০), নগরীর দক্ষিণ সুরমা ঝালোপাড়ার মো. জাহেদ মিয়া (২৮), হবিগঞ্জের বাহুবল থানার পুটিজুড়ির রোহেল মিয়া (২৪), দক্ষিণ সুরমা চন্ডিপুলের নেহেরু দাস (২৭), ঝালোপাড়া মসজিদ গলির সুহেল মিয়া (৩০), দক্ষিণ সুরমা কুচাই শারপিনের জইন উদ্দিন (৫০) ও দক্ষিণ সুরমা কিত্তা খালোপাড়ের আবু আকবর (৫২)।
এসএমপি কর্মকর্তা জেদান আল মুসা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।