জেড.এম. শামসুল :
অগ্নি ঝরা মার্চ মাসের প্রথম দিন আজ। এই মার্চ মাসই বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নীরব সাক্ষী। বাংলার আন্দোলন সংগ্রামের ঘটনাবহুল ও বেদনাবিধুর স্মৃতি বিজড়িত ১৯৭১ এর এই মার্চ মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পূর্বেই এসে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ৭ মার্চ ঘোষণা করেন “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” পাকিস্তান বিভক্তির মাত্র অল্প দিনের মধ্যে বাংলাভাষার দাবিতে আন্দোলনের শুরুতেই ১৯৪৮ সালে স্বাধীনতার যে বীজ রোপিত হয়, সেই বীজ পল্লবিত হয়ে সে বছর ১১ মার্চ ভাষা দিবস উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় পাকিস্তানীদের সাথে বাঙালি জাতির জাতীয় অধিকার আদায়ের আন্দোলন। পরবর্তীতে পর্যায়েক্রমে বঙ্গবন্ধুসহ বাঙালি জাতির কান্ডারী নেতৃবৃন্দকে গ্রেফতার, অনশন এবং আন্দোলনের পথ বেয়ে ১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারির নজিরবিহীন আত্মত্যাগ। মহিমায় প্রস্ফুটিত হয় স্বাধীনতার রক্ত গোলাপ। এ মাসেই পাকিস্তানী হানাদার বাহিনী ২৫ মার্চ গভীর রাতে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালি ছাত্র-জনতার উপর হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যার মধ্য দিয়ে সৃষ্টি করে মানবতাবিরোধী নিষ্ঠুর ইতিহাস। অবস্থা টের পেয়ে ২৫ মার্চ মধ্য রাতে গ্রেফতারের পূর্বেই বঙ্গবন্ধু সুকৌশলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দেশের আপামর ছাত্র-জনতাকে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামে উত্তপ্ত সমগ্র জাতি যার যা কিছু আছে, তাই নিয়ে শুরু করে জীবন মরণ যুদ্ধ। সূর্যের রক্তিম আভায় আলোচিত উদ্ভাসিত ও উদ্দীপ্ত গোটা জাতি স্বাধীনতার সুতীব্র আকাক্সক্ষার জোয়ারে ভাসতে লাগলো। একাত্তরের মার্চ মাসের মত এমন উজ্জ্বল, এমন আলোকিত এবং এত ঘটনাবহুল মাস আর আসেনি। ইস্পাত সুদৃঢ় ঐক্যবদ্ধ সমগ্র জাতি আর কখনও এত ত্যাগ স্বীকার করেনি। এবং এত বড় প্রাপ্তিও ঘটেনি কোনদিন। মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা ফজুলল হক, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা আওয়ামীলীগের নেতৃত্বে ৪৯, ৫২, ৫৪, ৫৬, ৬২ ও ৬৬ এর আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয়, মোট কথা এ মাস সংগ্রামের মাস, যুদ্ধের মাস, স্বাধীনতার মাস, এই মাস অগ্নি ঝরার মার্চ। এ মাস বাঙালির রক্তে রঞ্জিত হওয়ার মাস।