সিলেট চেম্বারের কৃতজ্ঞতা

6

সিলেট চেম্বারের আবেদনের প্রেক্ষিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক হতে সুদ ও জরিমানা আদায় হতে অব্যাহতি প্রদানপূর্বক দাখিলপত্র জমাদানের সময়সীমা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ও সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশে এই গেজেট প্রকাশ করা হয়। আদেশে বলা হয় যে, প্রাকৃতিক দুযোর্গ, মহামারী, দৈব-দুর্বিপাক বা যুদ্ধের কারণে জনস্বার্থে, বোর্ড, সরকার, পূর্বানুমোদনক্রমে, আদেশ দ্বারা, উপরোক্ত আপৎকালীন সময়ের জন্য সুদ ও জরিমানা আদায় হতে অব্যাহতি প্রদানর্পূবক দাখিলপত্র পেশের সময়সীমা বৃদ্ধি করতে পারিবে। বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের মহামারীর এই সময়ে ব্যবসায়ীদের কথা বিবেচনা করে এই সময়সীমা বৃদ্ধির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সিলেটের সকল মন্ত্রী ও এফবিসিসিআই এর সভাপতি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি