ও মিয়া ভাই

7

শিমুল হোসেন :

ও মিয়া ভাই যাচ্ছো কোথায়?
একটু দাঁড়াও শুনে যাও,
আমার লেখা ছড়ার লাইন
পড়ো না হয়, গুনে যাও।

ও মিয়া ভাই শুনছো তুমি
আমি হলাম ছড়াকার,
মাথা-মুন্ডু নেই তো ছড়ার
নেই যে কোন অলংহার।

ও মিয়া ভাই বলছি তোমায়
হাঁটছো কোথায় উদ্যুসার,
হুঁচোট খেলে ভাঙবে হাঁটু
শুনলে ছড়া পগারপার।

ও মিয়া ভাই শোনো না ভাই
আমার লেখা ছড়া’টা,
শুনলে ছড়া লিকার কড়া
ভুলে যাবে পড়া’টা।

সেই ছড়া’টা এমন রে ভাই
নদীর কূলে গরুর দল,
নদীর মাঝে সাদা-কালো
ব’চ্ছে শীতল উষ্ণজল।