প্রাইভেটকারসহ দুই চোর আটক, চোরাইকৃত প্রাইভেটকার উদ্ধার

9
চোরাইকৃত গাড়ী সহ আটক দুই ছিনতাইকারী

স্টাফ রিপোর্টার :
নগরী আখালিয়া থেকে একটি প্রাইভেটকার চুরির ঘটনায় ২ চোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, প্রাইভেটকার চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- মহানগরীর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ তুহিন ও ছাত্রলীগ নেতা রুহেন। এসময় তাদের কাছ থেকে ৯০ মডেলের একটি প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত দেড় টার দিকে সুবিদবাজার বনকলাপাড়া, নুরানী-৫২ নং বাসার ইমাদ উদ্দিন চৌধুরীর (ঢাকা-মেট্রো-গ-১২-৬০৪৫) নং প্রাইভেট কার তার বাসার সামনে পাকা রাস্তার উপর হতে এয়ারপোর্ট থানার হাজীপাড়া অগ্রণী-১২৭ নং বাসার নুর আলমের পুত্র মোঃ আবুল কালাম আজাদ তুহিন (৩১), মোগলাবাজার থানার রেঙ্গা দাউদপুর গ্রামের মানিক মিয়ার পুত্র বর্তমানে নগরীর কালিবাড়ী এলাকার বাসিন্দা রাহেল (২৬), এয়ারপোর্ট থানার হাজীপাড়ার বাসিন্দা আকরাম (২২), একই এলাকার মিলন (২৯) ও নগরীর আখালিয়া নয়াপাড়ার জমশেদ আলীর পুত্র বাবুল (২৬) চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ইমাদ উদ্দিন চৌধুরী এর সংবাদের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা ও জালালাবাদ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার ভোররাতে আখালিয়া মাউন্ট এ্যাডোরা হাসপাতালের সামনে মেইন রাস্তার উপর হতে আসামী মোঃ আবুল কালাম আজাদ তুহিন ও রাহেলকে চোরাই যাওয়া গাড়ীটি সহ আটক করে তাদের দখল হতে উক্ত গাড়ীটি উদ্ধার পূর্বক যথাযথ নিয়মে জব্দ করা হয়। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-১৯, তাং-২২/০৫/২০২০ রুজু করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসাইন জানান, শুক্রবার ভোরে তুহিন ও তার সহযোগীরা নগরীর বনকলাপাড়া ৫২ নং বাসার সামন থেকে একটি প্রাইভেট কার চুরি হয়। এ খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় প্রাইভেটকারসহ ২ জনকে আটক করে। তিনি জানান, আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে চেকপোষ্টে পুলিশ তাদের আটক করে।
উল্লেখ্য, আটককৃত আসামী মোঃ আবুল কালাম আজাদ তুহিন এর বিরুদ্ধে কোতোয়ালি, জালালাবাদ ও এয়ারপোর্ট থানায় মোট ১৫টি মামলা এবং আসামী রাহেল এর বিরুদ্ধে মোগলাবাজার থানায় ১টি মামলা রয়েছে। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।