বানিয়াচংয়ে চুরি হওয়া ১৯টি মহিষ উদ্ধার

4

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচং থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় শেরপুরের মক্কার হাওর থেকে ১৯টি মহিষকে উদ্ধার করেন নবীগঞ্জের কামালপুর গ্রামের দুই যুবক।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে ১৯টি মহিষ নিয়ে পালিয়ে যাওয়ার সময় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের জাকারিয়া আলম পাপলু ও আবুল মিয়া নামে ২ জন কৃষক ১৯টি মহিষকে আটক করেন। তাদের উপস্থিতি টের পেয়ে চুরের দল পালিয়ে যায়। এসময় মহিষের মালিক খুঁজে না পেয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের জিম্মায় মহিষগুলো নেওয়া হয়।
এ ব্যাপারে মহিষ আটককারী জাকারিয়া আলম পাপলু জানান, মহিষের মালিক পরিচয়ে বানিয়াচং কাগাপাশা ইউনিয়নের লোহাজুরি গ্রামের ইসলাম উদ্দিন ও ১নং পূর্ব-পঞ্চিম ইউনিয়নে চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের আলাউদ্দিন ও জালাল মিয়া নামে ২ জন এসেছেন মহিষগুলোর মালিকানা দাবি করে। মহিষের মালিকানা প্রমান দিলে আমরা মহিষের প্রকৃত মালিকের কাছে মহিষগুলো ফিরিয়ে দেব।
এ ব্যাপারে মহিষের মালিক আলাউদ্দিন মিয়া জানান সংঘবদ্ধ কোন চুরের দল মহিষগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে তারা মনে করছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম জানান মহিষের প্রকৃত মালিকরা তথ্য প্রমান পেশ করলে মহিষগুলো নিয়ে যেতে পারবে।