মাধবপুর থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদিশপুর তেমুনিয়ায় গোডাউনে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির চাল রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারী ৪৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।
গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান মাধবপুর উপজেলার জগদিশপুর পুরাতন তেমুনিয়ায় মনোরঞ্জন সরকারের ব্যবসা প্রতিষ্ঠান বিজয় সেন্টারের গোডাউনে অভিযান চালিয়ে সরকারী সীলকৃত বস্তায় এসব চাল জব্দ করা হয়। চালগুলো ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির ছিল। যা কার্ডধারীদের কাছে বিতরণ যোগ্য। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাসতারান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারী চাল মজুদ রাখার দায়ে গোদামের মালিক মনোরঞ্জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
এদিকে, ইউএনও জগদীশপুর ইউনিয়নের ভিজিডির কার্ডধারীরা চাল পেয়েছেন কি না তা খতিয়ে দেখছেন।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, জগদিশপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজিতে চাল বিক্রির জন্য এনাম খান ও নাছির খান নামে দু’জন ডিলার রয়েছে। কার্ডধারী রয়েছে ১২শ’ লোকের অধিক। দু’জন ডিলার খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করে গত রবিবার থেকে কার্ডধারীদের মাঝে বিক্রি শুরু করে।
ডিলারদের সাথে জানতে চাওয়া হলে তারা জানান, আমরা নিয়ম অনুযায়ী স্বচ্ছতার সাথে চাল কার্ডধারীদের মাঝে বিতরণ করছি।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ জানান, সাজার আদেশপ্রাপ্ত মনোরঞ্জন সরকারকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।