বেতন-বোনাসের দাবিতে ও চাকরিচ্যুতির প্রতিবাদে ল্যাব এইড’র কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি

4

কাজিরবাজার ডেস্ক :
নগরীর ওসমানী মেডিকেল রোডের কাজলশাহে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টার ল্যাবএইড’র বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে চাকরিচ্যুত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। প্রায় ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে বেতন-ভাতা না দিয়েই বিনা নোটিশে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। তারা গতকাল রবিবার ল্যাবএইড’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা বকেয়া বেতন, ঈদ বোনাস প্রদান ও তাদের চাকরিচ্যুত না করার দাবি জানান।
অবস্থান কর্মসূচি পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা জানান, আমরা ৮০ জন স্টাফকে ২ মাসের বেতন না দিয়ে বিনা নোটিশে বাধ্যতামূলক চাকরিচ্যুত করেছে সিলেটের ল্যাবএইড কর্তৃপক্ষ। বার বার বেতন চেয়েও পাইনি, তারা নানা টালবাহানা করেন। আমরা পরিবার নিয়ে পথে বসতে চলেছি। সামনে ঈদ। পরিবারের সদস্যদের সামনে কোন মুখে দাঁড়াবো? সারাবছরই আমরা নিজেদের সুবিধা-অসুবিধাকে উপেক্ষা করে কর্তৃপক্ষের মর্জি মোতাবেক ডিউটি করি। কিন্তু এই করোনার দু:সময়ে তারা আমাদের পাশে দাঁড়চ্ছে না। তারা এসময় ল্যাবএইড কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতনসহ ঈদ বোনাস প্রদান এবং তাদের চাকরিচ্যুত না করার জোর দাবি জানান।
এদিকে ল্যাবএইড’র ম্যানেজার জানান, আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারটি ডাক্তারনির্ভর। প্রায় ২ মাস ধরে ডাক্তাররা এখানে চেম্বার করছেন না। তাই কিছু কর্মচারীকে আপাতত ছুটিতে রাখা হয়েছে। বেতন-ভাতার বিষয়ে ম্যানেজার জানান, ২ মাস নয়, ১ মাসের বেতন বকেয়া। মার্চ মাসের বেতন দেয়া হয়েছে, শুধু এপ্রিল মাস বাকি। এই মাসের বেতন এবং ঈদবোনাসের তালিকা করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দুই-একদিনের মধ্যেই আশা করছি সবাইকে বেতন-বোনাস প্রদান করা হবে।