শিমুল হোসেন শূন্য
তুমি আমার স্বপ্নময় বাংলাদেশ
সবুজ ঘেরা গ্রাম, ফসল ভরা মাঠ,
আকাশ ছোঁয়া বায়ু, দোলায় শস্য তরু
রূপময় তুমি রুপের নেইকো তট।
এ বুকের মাঝে লিখেছি একটি নাম
ছাপ্পানো হাজার বর্গমাইলের দেশ,
সে শুধু তুমি আমার প্রিয় মাতৃভূমি-
একাত্তরে জন্ম রূপসী বাংলাদেশ।
লাক্ষো শহীদ ঘুমায় বাংলার বুকে
ভুলবো না তাদের গেঁথেছি বক্ষদেশ,
যাদের বুকের রক্তের দ্বারা পেয়েছি –
একটি মধুময় নাম বাংলাদেশ।
পরাধীনতার শিকলকে ছিড়ে ফেলে
পাশণ্ড দানবের হিংস্রতা ঝাটিয়ে;
শত আঁধার পেরিয়ে আলোর সন্ধানে
আজ উঠে এসেছে বিশ্বের মানচিত্রে।