নগরীতে ভেজাল বিরোধী অভিযানে ৬ প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায়

9

স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীতে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। অভিযানকালে বিভিন্ন অনিয়মের কারণে ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।
র‌্যাব জানায়, গতকাল (১১ মে) দুপুর থেকে র‌্যাব-৯ এর একটি দল সিলেট কোতয়ালি থানা (নগর) এলাকার বিভিন্ন স্থানে ৩ ঘণ্টাব্যাপী ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্যের নিম্ন মান, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।
এর মধ্যে তুহিন স্টোর ও কামাল ভেরাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, সাদিয়া স্টোর ও মেসার্স আলমগীর এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা এবং সোহাগ ট্রেডার্স ও ইসমাইল স্টোরকে ২ হাজার টাকা করে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব জানায়।